জুমবাংলা ডেস্ক : নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে একই সঙ্গে বাবা ও মেয়ে নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোরবান আলী (৩৬) ও তার মেয়ে কোহেলি খাতুন (১২)। তাদের বাড়ি রানীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে। নিহত কোরবান বাকপ্রতিবন্ধী ছিলেন।
নিহত কোরবানের ভাতিজা মো. মোমিন জানান, সকাল ৮টায় কোরবান আলী তার মেয়ে কোহেলি খাতুনকে সঙ্গে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর সাড়ে ১০টার দিকে চকের ব্রিজ এলাকায় রেললাইনের উপরে বাবা ও মেয়ের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।
তিনি জানান, কোরবানের স্ত্রীর সঙ্গে কোরবানের পারিবারিক কলহ চলছিল। শনিবার থেকে কোরবানের স্ত্রী বাড়িতে নেই। কোথায় গেছে সঠিক জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারে।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, ‘তার গ্রামের লোকজনের ভাষ্যমতে- পারিবারিক কলহের জেরে কোরবান আলী তার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একসঙ্গে হয়তো আত্মহত্যা করেছেন। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার ভেতরে তাই তাদের লাশ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে সান্তাহার জিআরবি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।