বিনোদন ডেস্ক : লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন রাণু মণ্ডল। সেই সূত্রের বলিউডে পা রেখেছেন এই গায়িকা।
সম্প্রতি রাণুকে নিয়ে মন্তব্য করেছেন মেলোডি কুইন লতা। যা আহত করেছেন অনেককে। তাদের মতে রাণুর মতো একজন অতি সাধারণ ভিক্ষাজীবী, যিনি সবে একটু প্রচারের আলো দেখছেন, তার সম্পর্কে আরও একটু উদার হতেই পারতেন লতা।
লতা বলেছিলেন, “যদি আমার নাম এবং কাজের সৌজন্যে কারো ভালো হয়, তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু, আমি মনে করি কাউকে নকল করা কখনো স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না”
সঙ্গে যোগ করেন, “আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম।”
তার পরামর্শ, “আসল হও। কাউকে নকল কোরো না। যদি আশা নিজের স্টাইলে গান না গেয়ে আমাকে নকল করত তবে সেও আজ আশা হতো না।”
লতার মন্তব্যে আহত হওয়াদের তালিকায় রয়েছেন বলিউডের তারকা এডিটর অপূর্ব আসরানি। ‘স্নিপ’ সিনেমার জন্য ২০০০ সালে সেরা এডিটর হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি।
রাণু মণ্ডলকে নিয়ে লতার মন্তব্য ‘নিম্নরুচির’ পরিচয় বলে টুইট করেন অপূর্ব।
এ ছাড়া আরেকজন লিখেছেন, “একজন দরিদ্র মহিলা, যিনি পেট চালানোর জন্য রেল স্টেশনে বলে গান করতেন, সম্প্রতি তিনি নজরে এসেছেন, লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তি আরও একটু উদার মনোভাব দেখাতেই পারতেন। ওনার তো উচিত রাণুকে সাহায্য করা।”
গত ২০ জুলাই লতা মঙ্গেশকরের ‘পেয়ার কা নাগমা’ গানটি গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার ‘সুরসম্রাজ্ঞী’ হয়ে উঠেছিলেন পশ্চিমবঙ্গের রানাঘাটের স্টেশন চত্বরের বাসিন্দা রাণু মারিয়া মণ্ডল। সেই গান ভাইরাল হতেই ভারতজুড়ে তার কণ্ঠের প্রশংসার বন্যা বয়ে গিয়েছিল। সম্প্রতি রাণুর কণ্ঠে তিনটি প্লেব্যাক রেকর্ড করেছেন হিমেশ রেশমিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।