বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি নতুন মালিক ইলন মাস্কের অধিগ্রহণের পরপরই গণছাঁটাইয়ের মুখোমুখি হন টুইটার কর্মীরা। কর্মীদের বড় একটি অংশকে অগ্রিম বেতন দিয়ে রাতারাতি ছাঁটাই করেন মাস্ক। কিন্তু এরমধ্যে কিছু কর্মীকে আবারও কাজে ফেরার অনুরোধ জানিয়ে ইমেইল দেওয়া হয়েছে। খবর ব্লুমবার্গের।
প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের কিছু কর্মীকে ‘ভুলবশত’ ছাঁটাই করা হয়েছিল। তাদেরকে আবার ফিরে আসতে বলছেন মাস্ক। এছাড়া, যাদের ফিরে আসতে বলা হচ্ছে, তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাদের কর্মদক্ষতা ভালোভাবে যাচাই করা হয়নি। টুইটারের নতুন কর্মপদ্ধতির জন্য তারা উপযোগী কিনা, তা যাচাই না করেই তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তাই তাদের আবারও ফিরতে অনুরোধ করা হচ্ছে।
চলতি সপ্তাহে টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করেন ইলন মাস্ক। ইমেইল বার্তার মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হয়, সংস্থায় তাদের আর প্রয়োজন নেই। টুইটারের সার্বিক খরচ কমিয়ে আনতেই নতু মালিক এই পদক্ষেপ নিয়েছেন বলে মত অনেকের।
গণছাঁটাই প্রক্রিয়াতে কতটা তাড়াহুড়ো করা হয়েছিল, কিছু কর্মীকে ফিরে আসতে বলার মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার মাস্ক টুইট করে জানিয়েছিলেন, তার কাছে আর কোনো বিকল্প ছিলনা। কারণ টুইটারের প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন ডলার করে ক্ষতি হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই কর্মী ছাঁটাই প্রয়োজন ছিল।
এদিকে, কিছু কর্মীকে আবারও কাজে ফিরতে বলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি টুইটার। এ বিষয়ে সংস্থাটির একজন মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
চলতি সপ্তাহে ছাঁটাই শুরু করবে মেটা, চাকরি হারাচ্ছেন কয়েক হাজার কর্মী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।