স্পোর্টস ডেস্ক : নির্ধারিত ফ্লাইটে বিকাল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই জলকামানের রংধনু বানিয়ে গার্ড অব অনার দেয়া হবে বিশ্বচ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়নদের বিশ্বজয়ের উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কাটা হবে বিশাল কেক।
সেখান থেকে ভিআইপি প্রোটোকলে চ্যাম্পিয়ান বাস দিয়ে তাদের নিয়ে আসা হবে হোম অব ক্রিকেট মিরপুরে। সন্ধ্যায় সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার পর ডিনার করানো হবে। এরপরই তাদের ছেড়ে দেয়া হবে বাড়ি উদ্দেশ্যে।
ঢাকায় যাদের পরিবার আছে তারা রাতেই চলে যাবেন। ঢাকার বাইরে যারা যাবেন তারা আজ রাত একাডেমিতেই থাকবেন। বাড়ি যাওয়ার জন্য বিসিবি তাদের জন্য বাস এবং বিমানের টিকেটের ব্যবস্থা করেছে। যুব দলের ক্রিকেটারদের মধ্যে ৯ জন ক্রিকেটার ফিরবেন বিমানে। আর বাকি ৪ জন ক্রিকেটার বাসে করে বাড়ি ফিরবেন।
পেসার শরিফুল ইসলাম, অধিনায়ক আকবর আলী এবং আরেক পেসার শাহীন আলম বিমানে যাবেন সৈয়দপুর। হাসান মুরাদের গন্তব্য কক্সবাজার। এ ছাড়া চট্টগ্রামে যাবেন পারভেস হোসেন ইমন এবং শাহাদাত হোসেন।
তানজিম হাসান সাকিব যাবেন সিলেটে। মেহরাব হোসেন রাজশাহী এবং অভিষেক দাস যশোর যাচ্ছেন বিমানে। বাসে করে বগুড়া যাচ্ছেন তানজিদ হাসান তামিম এবং তৌহিদ হৃদয়।
চাঁদপুরগামী বাস ধরবেন শামীম হোসেন এবং মাহমুদুল হাসান জয়। বাসে করে কুমিল্লা যাচ্ছেন বাংলাদেশ যুব দলের ব্যাটিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স এবং বোলিং কোচ মাহবুব আলী জাকী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।