স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এ মাসে দু’টি প্রীতি ম্যাচের প্রথম প্রীতি ম্যাচে আজ রাতে মাঠে নামছে ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিল লড়বে ঘানার বিপক্ষে আর শনিবার ভোর ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস।
আর মাত্র দু’ মাস পর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে জাতীয় দলের ম্যাচে নিজেদের শাণিয়ে নিতে প্রস্তুত পিএসজির দুই তারকা লিওনেল মেসি ও নেইমার। মেসিকে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হয়েছে, সেখানেই যে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ দু’টি খেলবে। তবে নেইমারকে অবশ্য ফ্রান্স ছেড়ে বের হতে হয়নি, ব্রাজিল যে দু’টি প্রীতি ম্যাচ খেলবে, দু’টিই ফ্রান্সের মাটিতে।
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা সেলেসাওরা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। আক্রমণ, রক্ষণ, মাঝমাঠ- তিন বিভাগেই দারুণ সব ফুটবলার আছে। কোচ তিতে তাই খুঁজছেন সেরা কম্বিনেশন। বিশেষ করে বিশ্বকাপের জন্য আক্রমণভাগ গোছাতে হবে ব্রাজিল কোচকে। বিশ্বকাপে যে তার হাতে আক্রমণভাগে অনেক গুলো বিকল্প। কাকে রেখে কাকে বাদ দিবেন। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র থেকে শুরু করে রদ্রিগো, আন্থনি, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি সবাই আছেন দারুন ছন্দ। এই ফরোয়ার্ডদের থেকে বিশ্বকাপের জন্য আক্রমণভাগ গোছাতে হবে ব্রাজিল কোচকে। তাই এই দুটি প্রীতি ম্যাচেই পরীক্ষা-নীরিক্ষা চলবে তিতের।
আজ ঘানার বিপক্ষে আক্রমণে নেইমার-ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন- এই তিনজনের নামার কথা। সুযোগের অপেক্ষায় থাকবেন রদ্রিগো, রফিনহা ও ফিরমিনোরাও।
মাঝমাঠে ক্যাসেমিরোর সাথী হতে পারেন লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুমারায়েস। গোলপোস্টের নিচে অ্যালিসন আর সেন্টার ডিফেন্ডার হিসেবে থিয়াগো সিলভা, মার্কিনিয়োস ও মিলিতাওয়ের মধ্যে যে কোনো দুজন কিংবা দেখে যেতে পারে তিনজনকেই। ঘানার বিপক্ষে সবশেষ চার ম্যাচের সবকটি জিতেছে ব্রাজিল।
ল্যাটিনের আরেক জায়ান্ট আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে। স্কালোনির অধীনে টানা ৩৩ ম্যাচ অপরাজিত মেসির দল। এই প্রীতি ম্যাচ দু’টি জিতে নিজেদের অপরাজেয় ধারা বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে আর্জেন্টিনার সামনে।
১৯৯১-৯৩ সালে নিজেদের পূর্ব রেকর্ড টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি আর্জেন্টিনার সামনে হাতছানি আছে সর্বকালের সেরার রেকর্ডের কাছাকাছি চলে যাওয়ারও। এই দু’ম্যাচ না হারলে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে সর্বকালের রেকর্ডে ব্রাজিলের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে যাবে আর্জেন্টিনা।
তাই আগামীকাল ভোরে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে স্পষ্টতই ফেভারিট আলবিসেলেস্তারা। আর্জেন্টিনাকে কখনোই হারাতে পারেনি হন্ডুরাস। এই ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ওয়ার্কপার্মিট জটিলতায় খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোর। নিকোলাস ওটামেন্ডি তাই ডিফেন্সের দায়িত্বে থাকতে পারেন এই ম্যাচে। কোপা আমেরিকা জয়ীদের দল গোছানো হলেও মাঝ মাঠে আছে উন্নতির সুযোগ।
মাঝমাঠে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারাদেস ও জিওভান্নি লো সেলসোকেই দেখতে পাবার সম্ভাবনা বেশি। আর আক্রমণে লিওনেল মেসির সাথে হয়তো দেখা যাবে আনহেল ডি মারিয়া ও লাউতারো মার্তিনেজকে। তবে দুর্দান্ত ফর্মে থাকা আলমাদার আজ অভিষেক হয়েও যেতে পারে। সাথে দারুন ছন্দে থাকা মিডফিল্ডে এনজো ফার্নান্দেজকে বাজিয়ে দেখতে পারেন আর্জেন্টিনা কোচ স্কোলানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।