nokia 8.3 5g স্মার্টফোনটির ক্যামেরা সবাই পছন্দ করেছিল। কেননা আজ পর্যন্ত যত নোখেয়ে স্মার্টফোন বাজারে রিলিজ করা হয়েছে তার মধ্যে এটির ক্যামেরা অন্যতম সেরা ছিলো। তবে Nokia X30 স্মার্টফোন বাজারে আসলে এ স্মার্টফোন সবকটিকে ছাড়িয়ে যাবে।
Nokia X30 স্মার্টফোন এর ৬৪ মেগাপিক্সেল মেইন শ্যুটার ক্যামেরায় বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে যার কারণে আলো কম থাকলে অসাধারণ ছবি আসে।
Nokia X30 স্মার্টফোন স্মার্টফোন এর ক্যামেরা দিয়ে যেসব ছবি আসে তা সত্যিই সন্তুষ্ট হওয়ার মত। নোকিয়া ব্র্যান্ডের জন্য স্মার্টফোনটি গেম চেঞ্জার হতে পারে। তাছাড়া মাঝারি বাজেটের স্মার্টফোনে এরকম ফিচার খুব বেশি অ্যাভেলেবল নেই।
নোকিয়া ডিভাইসের স্পেসিফিকেশন আপনার কাছে এতটা চমকপ্রদ মনে না হলেও এদের ক্যামেরা সক্ষমতা প্রশংসা করার মতো। ক্যামেরাটির মধ্যে নাইট মোডের ফিচার দেওয়া হয়েছে। এর ফলে রাতের বেলা স্পষ্ট ছবি আসে।
আপনাদের বোঝার সুবিধার জন্য উদাহরণ হিসেবে নিচে ছবিটি সংযুক্ত করা হলো। ছবিটি Nokia X30 ডিভাইস দিয়ে রাতের বেলায় তোলা।
নোকিয়ার এই স্মার্টফোনের আরেকটি সুবিধা হচ্ছে এটির ক্যামরা লেন্স অনেক আলো ধরে রাখতে পারে। পাশাপাশি অপটিক্যাল ইমেজ স্টাফিলাইজেশন এর ফিচার দেওয়া হয়েছে।
আপনি যদি ছবির দিকে তাকান আপনি খেয়াল করতে পারবেন যে এটি বেশ শার্প এবং অনেক স্পষ্ট। মাঝারি বাজারের স্মার্টফোনের এরকম ক্যামেরা লেন্স খুব কম খুঁজে পাওয়া যাবে যেখানে রাতের বেলায় এত স্পষ্ট ছবি আসে।
তবে ক্যামেরা সেকশনের পাশাপাশি হার্ডওয়ার ও সফটওয়্যার এর অন্যান্য জায়গায় নোকিয়ার উন্নতি করার বেশি জায়গা রয়েছে। সেলফি ক্যামেরা সহ অন্যান্য জায়গায় নোকিয়া উন্নতি করে সবার নজর কাড়বে। এমনটাই আশা করছেন প্রযুক্তিপ্রেমীরা।
নোকিয়া এর স্মার্টফোনটি সেপ্টেম্বরের ২১ তারিখে বিশ্বব্যাপী বাজারে আসবে। ভারতের মার্কেট স্মার্টফোনটির দাম হবে ৪৫ হাজার রুপি এবং বাংলাদেশের ৬০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।