জুমবাংলা ডেস্ক : গাজীপুরে ছাত্র-জনতার ওপর আক্রমণের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ-সমাবেশে তিনি এ কথা বলেন।
সারজিস বলেছেন, আজ রাতের মধ্যে গাজীপুরের ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থান নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ-সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্র-জনতা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে একদল জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হন। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
সূত্র : news24bd.tv
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।