রাতে দেশে ফিরেছেন শান্ত-মিরাজরা

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ শেষে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সংস্করণেও প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। কিউইদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা।

সোমবার (১ জানুয়ারি) ঐতিহাসিক সিরিজ শেষ করে রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরই দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল স্বাগতিকরা। এরপর তাসমান পাড়ের দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় টাইগাররা। সেখানে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়ে দেয় বাংলাদেশ দল।

প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে রূপকথার মতো এক জয় পায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। ব্ল্যাক ক্যাপসদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় শরীফুল-তানজিম সাকিবরা। ৮ উইকেটের জয়ে প্রথমবার স্বাগতিক নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর কৃতিত্ব গড়ে বাংলাদেশ।

এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডের ভেন্যু নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় টাইগাররা। কিউইদের ১৩৫ রানের জবাবে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়। এরপর অবশ্য শেষ ম্যাচে ১-১ ব্যবধানে জিতে সমতায় শেষ করে নিউজিল্যান্ড। বছরের শেষ দিনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর নতুন বছরের প্রথম দিনে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।

ভোট চুরি করার দিন আর নেই : সাবেক মেয়র জাহাঙ্গীর