স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান প্রতিযোগিতার তৃতীয় স্তরের লিগ উয়েফা কনফারেনস লিগ। যেখানে নতুন এক ইতিহাস গড়েছেন আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতায় গোল করে বিশ্বরেকর্ড গড়েছেন এই আইরিশ ফুটবলার। তবে অবাক করা বিষয়, বিশ্বরেকর্ড গড়ার পরদিন সকালেই স্কুলে হাজির হতে হয়েছে নুনানকে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উয়েফা কনফারেনস লিগ প্লে-অফের প্রথম লেগে নরওয়েজিয়ান ক্লাব মোলদের মুখোমুখি হয় আইরিশ ক্লাব শার্মক রোভার্স। ম্যাচের ৫৭ মিনিটে দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন নুনান। মাত্র ১৬ বছর ১৯৭ দিনে কনফারেনস লিগে গোল করে নতুন রেকর্ড গড়েন তিনি। নুনানের এই গোলেই ১-০ ব্যবধানে জয় পায় শার্মক রোভার্স।
And back to school he goes … @ShamrockRovers @LeagueofIreland @PremSportsIRL pic.twitter.com/T8fL6SN46b
— Sandie Noonan (@sandie_noonan) February 14, 2025
তবে ম্যাচ শেষে কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি তরুণ এই আইরিশ ফুটবলার। রাতেই ডাবলিনে ফিরে পরদিন সকালে স্কুলে যান এই তরুণ ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নুনানের মা স্যান্ডি নুনান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবং ফিরে এসেই সে আবার স্কুলে যাচ্ছে…।’
নুনানের আগে এই রেকর্ডটি ছিল স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনের দখলে। হার্ট অব মিডলোথিয়ানের হয়ে গত ডিসেম্বরে মলদোভার ক্লাব পেত্রোকাবের বিপক্ষে গোল করেছিলেন উইলসন, তখন তার বয়স ছিল ১৭ বছর ২৮৮ দিন।
তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন নুনান। এখনও এই রেকর্ডের শীর্ষে রয়েছেন ঘানার সাবেক মিডফিল্ডার নিল ল্যাম্পতে। ১৯৯১ সালে উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ) অ্যান্ডারলেখটের হয়ে রোমার বিপক্ষে গোল করেছিলেন ল্যাম্পতে। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর ১০০ দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।