রাতে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

লাস ভেগাসে যখন মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় পৃথক ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা খেলতে যাবে প্রতিপক্ষের মাঠে আর রিয়াল মাদ্রিদ খেলবে নিজেদের মাঠে।

বার্সেলোনার আজকের ম্যাচটি গ্রানাদার বিপক্ষে। পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে আছে গ্রানাদা। অন্যদিকে, বার্সার অবস্থান পাঁচ নম্বরে। জাভির অধীনে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো দলটি আজকেও সহজ জয়ের প্রত্যাশাই করবে। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।

অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের উপরে থাকলেও ভ্যালেন্সিয়া আছে আট নম্বরে। তবে ম্যাচটি রিয়ালের জন্য সহজ হবে না সেটা অনুমান করাই যায়। ম্যাচটি শুরু হবে হবে রাত ২টায়।