বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের সঙ্গে তার অফিসে বসেই নতুন গানের প্রসঙ্গে কথা হচ্ছিল। শুক্রবার (২২ জুলাই) ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। ঠিক সে সময়ে গায়কের ফেসবুক মেসেঞ্জারে রিং বাজে।
ফোন রিসিভ করেই আসিফ বললেন, শ্রাবণ কেমন আছো? ওপাশ থেকে প্রশ্ন, তোমার অফিস কোথায়? গায়ক বললেন, তুমি কি দেশে? ওপ্রান্তে নারী কণ্ঠে জবাব, হ্যাঁ, সেজন্যই তো জানতে চাইছি, তোমার অফিসের ঠিকানাটা দাও। ফোনের ওপাশের সেই নারী আর কেউ নন, তিনি ‘রং নাম্বার’ সিনেমার নায়িকা শ্রাবন্তী। যে সিনেমায় অভিনয় করে লাখো তরুণের মনে ঝড় তুলেছিলেন এই সুন্দরী।
খানিক বাদেই অফিসে এসে হাজির ইপশিতা শবনম শ্রাবন্তী। বহুদিন পর হঠাৎ শ্রাবন্তীকে দেখে দারুণ খুশি ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত গায়ক। অল্প সময়ের সাক্ষাতে অনেক স্মৃতিচারণ করলেন দুজনে।
আসিফ আকবর বললেন, শ্রাবন্তী খুব মিশুক ও লক্ষ্মী একটা মেয়ে। এত বছর পর ও এভাবে সারপ্রাইজ দিলো! খুব ভালো লাগছে। ওর মধ্যে সবসময়ই এক ধরনের আন্তরিকতা দেখেছি। দেখেছি মানুষের প্রতি ওর মমত্ববোধ। শ্রাবন্তীর জীবন অনেক সুন্দর হোক, এটাই চাওয়া।
অন্যদিকে শ্রাবন্তী বলেন, যদিও মিডিয়াতে কাজ ছেড়ে দিয়েছি। তবে এখানে কাজ করতে এসে মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা বলে বোঝাতে পারব না। দেশে খুব কম আশা হয়।
তবে যখন আসি এই অঙ্গনের প্রিয় মানুষদের সঙ্গে দেখা করার চেষ্টা করি। আসিফ ভাই আমার খুব খুব প্রিয় একজন মানুষ। যদিও খুব কম সময়ের জন্য দেখা হলো। তবুও ভালো লেগেছে।
আসিফ ভাইয়ের মতো মানুষ হয় না। আমি খুব কম বয়স থেকে তাকে চিনি। একজন সাদা মনের মানুষ আসিফ ভাই। দেশে এসেছি আসিফ ভাইয়ের সঙ্গে দেখা করব না এটা কি হয়! তাই ব্যস্ততার মাঝেও ছুটে এলাম।
দর্শকের উদ্দেশে কিছু বলতে চান কি না—শ্রাবন্তী বলেন, আমার সব দর্শকের প্রতি অনেক অনেক ভালোবাসা জানাই। এত বছর হয়ে গেল মিডিয়াতে কাজ করি না। তবুও তারা আমাকে মনে রেখেছেন, এটা আমার খুব ভালো লাগে। আরও বেশি কাজ করতে পারলে হয়তো ভালো হতো। আমার জন্য দোয়া করবেন সবাই।
শ্রাবন্তী অনেক বছর ধরেই নিউইয়র্কে বসবাস করছেন। গত ৮ জুলাই দেশে এসেছেন ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটকের এই অভিনেত্রী। থাকবেন কিছুদিন। তারপর আবারও উড়াল দেবেন আমেরিকার উদ্দেশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।