Advertisement
জুমবাংলা ডেস্ক : পরিবহনে চলমান সংকটের মাঝে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অপু।
তিনি বলেন, গতকাল রাতে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কিছু নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেছেন। মতবিনিময়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সারাদেশ থেকে সংগঠনের নেতারা ঢাকায় আসবেন এবং রাত ৯ টায় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।