গেল বছর বল হাতে গতির দাপট দেখিয়েছেন নাহিদ রানা। সদ্য পার করে বছরটায় বাংলাদেশে জাতীয় দলের সবচেয়ে বড় প্রাপ্তির নামটাও হয়ত এই স্পিডস্টার। বিশেষ করে টেস্ট ক্রিকেটে নিজেকে করেছেন প্রমাণ। এবার চলমান বিপিএলেও নিজের বোলিং কারিশমা অব্যাহত রেখেছেন নাহিদ রানা। মঙ্গলবার তার পেস আগুনে পুড়েছে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে একাই শিকার করেছেন ৪ উইকেট।
নিজের গতির রহস্যও জানালেন খোলামেলা। ম্যাচ সেরা হয়ে পুরস্কার বিতরণী মঞ্চে নিজের গতি নিয়ে নাহিদ বলেন, ‘আসলে এটা হার্ড ওয়ার্ক, নিজের ফিটনেস, মেইনটেইন, সব কিছু মিলিয়েই…।’
বিপিএলে প্রথমবার ম্যাচ সেরা হওয়ার হয়েছেন নাহিদ। অবশ্য এটা তার ক্যারিয়ারেরই প্রথম ম্যান অব দ্য ম্যাচ। স্বাভাবিকভাবেই তার গলায় ছিল উচ্ছ্বাস, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যেহেতু এর আগে আমি কখনও বিপিএলের কোনো ম্যাচে বা জাতীয় দলের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হইনি। এই প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ভালো লাগছে।’
কোচদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না রানা, ‘যখন যে ফ্র্যাঞ্চাইজিতে খেলি বা বিসিবিতে থাকি সবাই আমার যত্ন নেয় এবং ভুলগুলো ধরিয়ে দেন। আমি উন্নতি করার চেষ্টা করি।’
অবশ্য দিনশেষে নাহিদের বড় তৃপ্তি দলের চাওয়া পূরণ করতে পেরে, ‘রংপুর রাইডার্স যখন আমাকে দলে নিয়েছে, তাদের চাওয়া আছে, তা পূরণ করতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।