
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ডের পারফর্ম্যান্সের ওপর। ইংল্যান্ড যদি ৮৭ রান বা তার বেশি করে তাহলে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত। আর মরগানরা যদি ১০৬ বা তার বেশি রান করতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাবে তারা।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে ৮৭ রানের নিচে গুটিয়ে দিতে পারে তাহলে কপাল পুড়বে ইয়ন মরগানদের। তখন ইংল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। বিশাল সংগ্রহের পরও দুশ্চিন্তায় প্রোটিয়ারা। তবে ইংল্যান্ডকে যদি ১৩১ রানের নিচে দক্ষিণ আফ্রিকা আটকে রাখতে পারে তাহলে সেমিফাইনালে খেলবে প্রোটিয়ারা। তখন বাদ পড়ে যাবে অস্ট্রেলিয়া।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারাজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে রিশি ভেন দার ডুসেন ও এইডেন মার্কওরামের ব্যাটিং তাণ্ডবে বিশাল সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ৬০ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৯৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন রিশি ভেন দার ডুসেন। ২৫ বলে দুটি চার ও ৪টি ছক্কায় ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এইডেন মার্কওরাম। তারা ৫২ বলের ১০৩ রানের অনবদ্য জুটি গড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


