স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে ব্যাটে রান পাচ্ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঝে চোখের সমস্যা নিয়ে দেশের বাহিরে চিকিৎসার জন্য যেতে হেয়েছিলো তাকে। অবশেষে রানের খরা কাটিয়ে বরিশালের বিপক্ষে দারুন একটি ইনিংস উপহার দেন সাকিব।
বিপিএলে টেবিলের ছয়ে থাকা ঢাকার বিপক্ষে তিন ছক্কা ও এক চারে ২০ বলে ৩৪ রান করেন সাকিব। ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১৭০। বিপিএলের এবারের আসরে এটি তার সর্বোচ্চ রান। লম্বা সময় ধরে রানের দেখা পাচ্ছিলেন না তিনি। এ নিয়ে সমালোচকদের কটাক্ষের স্বীকার হতে হয়েছিলো তাকে।
এর আগে টস জিতে রংপুর রাইডারসকে ব্যাট করতে পাঠায় দুর্দান্ত ঢাকা। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করেন রনি তালুকদার ও বাবর আজম। দলীয় ৬৭ রানে ২৪ বলে ৩৯ রান করে আউট হন তিনি। অপর দিকে ৪৩ বলে ৪৭ রান করেন বাবার আজম। অবশেষে মোহাম্মদ নবির অপরাজিত ১৬ বলে ২৯ রানে ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় রংপুর। ঢাকার হয়ে সর্বোচ্চ ২ টি উইকেট স্বীকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত। একটি করে উইকেট নেন আরাফাত সানি ও সাব্বির হোসেন।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরকে হারাতে ঢাকার প্রয়োজন ১৭৬ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।