রাফসান, সবাই তোমাকে খুঁজছে : জেফার

জেফার

গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন বেশ অনেক দিন ধরেই। বিষয়টি আরও বেশি ছড়িয়ে পড়ে এই উপস্থাপকের বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর। তবে ‘প্রেম’র বিষয়টি নিয়ে নিশ্চুপ আছেন দু’জনেই। তবে এবার আর চুপ থাকার উপায় নেই। কারণ সুদূর ব্যাংককে তাদের পাওয়া গেল, ব্যক্তিগত সময় কাটাতে!

জেফার

সম্প্রতি বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা যায়। এদিন রেস্টুরেন্টের ভেতরে দুজন পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। আর রাফসান ও জেফারও ছিলেন বেশ খোশমেজাজে। রাফসান গ্রিন শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবিও তুলেছেন। তবে সেগুলো আর ফেসবুকে আসেনি!

এদিকে প্রেমের গুঞ্জনের মাঝেই আজ শুক্রবার নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন জেফার রহমান। ছবির ক্যাপশনে লিখেন, ব্রোনজড এন্ড ব্লিসড আউট বাই বিচ।

জেফারের সেই ছবি দেখে নেটিজেনরাও চুপ নেই। জেফারের সেই পোস্টে মৌমাছির বহরের মতো মন্তব্য ছুটে আসতে থাকে নেটিজেনদের। যেখানে প্রায় সবার একটাই প্রশ্ন ছিল, ‘সাথেরটা কই?’

বুঝতে বাকি নেই, মজার ছলে হলেও রাফসান সাদাবের কথাই বুঝিয়েছেন তারা। নাম তুলেও জিজ্ঞাসা করেছেন অনেকে। লিখেছেন, ‘রাফসান কোথায়?’

নেটিজেনদের নানা মন্তব্যের সঙ্গে সঙ্গেই বন্ধু রাফসানকে মন্তব্য ঘরে মেনশন দিয়ে নেটিজেনদের উদ্দেশে জবাব দিলেন জেফার। লিখেছেন, রাফসান, সবাই তোমাকে খুঁজছে!

জেফারের সেই কমেন্টের উত্তরে রাফসানও লিখেছেন লেখেন, আমি ‘একান্ত’ সময় কাটাতে ব্যস্ত, সেটা সবাই জানে।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তারা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।

খুনের হুমকিদাতা যেভাবে শাহরুখ খানের তথ্য পেতেন

অন্যদিকে, তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব-ভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন।