গত বছর ঢালিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। ওপার বাংলার মিমি চক্রবর্তীর সঙ্গে মেগাস্টারের জুটি বাঁধিয়ে রীতিমতো ধামাকা দেন পরিচালক রায়হান রাফী। এরপর পরিচালক ইঙ্গিত দেন, শাকিব খানকে নিয়ে আবারও পর্দায় ফিরবেন।
অবশেষে শাকিবকে নিয়ে ‘তাণ্ডব’ আনছেন রায়হান রাফী, আর তা চলতি বছরেই!
তুফানের মতো এই ছবিরও প্রযোজনায় এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। আর গত বৃহস্পতিবার রাতে প্রযোজনা সংস্থাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান।
জানা গেছে, সুপারস্টার শাকিব খানের সাথে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. এর ম্যানেজিং ডিরেক্টর ও তুফান ছবির সফল প্রযোজক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ‘তাণ্ডব’-এর পরিচালক নির্মাতা রায়হান রাফী।
তবে শাকিব ছাড়া এই ছবিতে আর কারা থাকছেন, কিংবা এই সুপারস্টারের বিপরীতে কাকে দেখা যাবে- এ বিষয়ে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
শোনা যাচ্ছে, মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘তাণ্ডব’ টিম এর। মুক্তি পাবে আসন্ন ঈদুল আযহায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।