স্পোর্টস ডেস্ক: সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর নতুন সূচি অনুযায়ী চলতি মাসেই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার তিন দলীয় ক্রিকেট ম্যাচে। আগামী ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসে মাঠে গড়াবে সলিডারিটি কাপ নামের চ্যারিটি ক্রিকেট ম্যাচটি।
গত ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিন দলীয় এই ম্যাচটি। কিন্তু সেসময় দক্ষিণ আফ্রিকার ক্রীড়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন পায়নি সিএসএ। একই সঙ্গে কিছুটা প্রস্তুতিরও ঘাটতি ছিল তাদের। সবমিলিয়ে ম্যাচটি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সূচীতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে খেলতে পারবেন না কাগিসো রাবাদা এবং সিসান্দা মাগালা। পরিবারের সদস্যের মৃত্যুর কারণে এই ম্যাচে অংশ নিচ্ছেন না তারা। এছাড়া খেলছেন না ক্রিস মরিসও। যদিও এই অলরাউন্ডারের অনুপুস্থিতির কারণ জানা যায়নি।
সলিডারিটি কাপে কেজি’স কিংফিশারসদের নেতৃত্বে ছিলেন রাবাদা। তার অনুপস্থিতিতে দায়িত্ব উঠেছে হেনরিখ ক্লাসেনের কাঁধে। কুইনি’স কাইটসদের নেতৃত্ব দেবেন ডি কক এবং এবি’স ঈগলসের নেতৃত্বে থাকবেন এবি ডি ভিলিয়ার্স।
রাবাদার বদলি হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনির পুত্র থান্ডো এনটিনি। মরিসের বদলি হিসেবে খেলবেন জেরার্ড কয়েটজে। ইগেলসে যোগ দিচ্ছেন বজোর্ন ফর্টুইন।
সলিডারিটি কাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড:
কেজি’স কিংফিশারস: হেনরিচ ক্লাসেন (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, থান্ডো এনটিনি (বদলি), তাবরাইজ শামসি, রিজা হেন্ডরিক্স, জানেমান মালান, জেরার্ড কয়েটজে (বদলি), গ্লেন্টন স্টারমান।
কুইনি’স কাইটস: কুইন্টন ডি কক (অধিনায়ক), ডেভিড মিলার, টেম্বা বাভুমা, এনরিক নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস, বিউরান হেনড্রিকস, জেজে স্মাটস, লুথো সিপামিয়া।
এবি’স ঈগলস: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, আন্দাইল ফেহলুকায়ো, ভ্যান ডার ডাসেন, জুনিয়র ডালা, কাইল ভেরেয়ান্নে, বিজর্ন ফরটেইন (বদলি)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।