রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পরও ‘এ’ ইউনিটে খালি রয়েছে ৭৬টি আসন। তবে এই খালি আসনে ফের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রবেশপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম আহসান কবির।
এরমধ্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ১৩টি, উর্দু ৩০টি, সংস্কৃত ২৩টি, ইংরেজি ২টি, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ৭টি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ১টি আসন খালি রয়েছে।
এ বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম আহসান কবির জানান, ‘এ’ ইউনিটে কলা, সামাজিকবিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের আইন অনুষদের অফিসে জমা দিতে হবে।
নির্ধারিত তারিখের মধ্যে যেসব পরীক্ষার্থী প্রবেশপত্র জমা দিতে ব্যর্থ হবে তারা ভর্তির জন্য বিবেচিত হবে না।
এছাড়া জমাকৃত প্রবেশপত্র মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ পাবে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে ফরম পূরণ করে ৬ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে নির্ধারিত বিভাগে ভর্তি হতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে তাদের ভর্তির মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ru.ac.bd)-এ পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।