রাবিতে দেড় মাসের ছুটি শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। দেড় মাসের এই ছুটি চলবে ২৩ জুন পর্যন্ত।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার।

প্রভাষ কুমার কর্মকার জানান, আজ থেকে আগামী ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আর আগামী ২৪ জুন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

এদিকে দীর্ঘ ছুটিতে আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, আপাতত হলসমূহ খোলা থাকবে।

Previous Article

উত্তরাঞ্চলে গ‌্যাস সরবরাহের সম্ভাব‌্যতা যাচাই, সৈয়দপুরে হচ্ছে অফিস

Next Article

বাংলাদেশ সফরে আসছে ওয়ার্নার-স্মিথরা