বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের বাবা পরিচালক রবি ট্যান্ডন ১১ ফেব্রুয়ারি মারা যান। বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়েছিলেন রাবিনা। এরপর বলিউডের একাধিক তারকা সান্ত্বনা জানিয়েছেন এই অভিনেত্রীকে। বাবার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও সান্ত্বনা বার্তা পেয়েছিলেন রাবিনা। যা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা।
নরেন্দ্র মোদীর পাঠানো ওই চিঠিতে লেখা ছিল, রবি ট্যান্ডন ভারতীয় সিনেমাকে তার কাজের মাধ্যমে আরও উন্নত করেছে। সিনেমা তৈরির খুঁটিনাটিও তার বেশ ভালো আয়ত্তে ছিল। তার মৃত্যু কলা জগতের এক অপূর্ণ ক্ষতি।
চিঠিতে রবিনার উদ্দেশেও মোদী লেখেন, আপনার ব্যক্তিত্ব ও সফলতা আপনার জীবনে বাবার দিশা ও মূল্যবোধেরই সুদৃঢ় প্রতিফলন। একই সঙ্গে এই কঠিন সময়ে রাবিনা ও তার পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া ছিল।
রাবিনা সামাজিকমাধ্যম টুইটারে মোদীর পাঠানো চিঠি শেয়ার করেন। সেখানে অভিনেত্রী লেখেন, আজ বাবার ১৩ দিনের কাজ। সবাই বলে এই দিন আত্মা সমস্ত জাগতিক বন্ধন ছেড়ে স্বর্গালোকে পাড়ি দেয়। বাবাকে নিয়ে কথাগুলি বলার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদীজী। বিভিন্ন কাজের উদাহরণ ছিলেন আমার বাবা।
Thank you for your kind words Sir 🙏🏻. @narendramodi ji Truly said .. he leaves a legacy of versatile work. 🙏🏻 pic.twitter.com/5OVUVcdEGX
— Raveena Tandon (@TandonRaveena) February 24, 2022
রাবিনার বাবা রবি ট্যান্ডন বলিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে- ‘খেল খেল মে’, ‘অনোখি’, ‘মজবুর’, ‘খুদ-দার’, ‘জিন্দেগি’র মতো সিনেমা। মৃত্যুর সময় স্ত্রী বীনা ট্যান্ডন ও ছেলে-মেয়ে রাজীব ও রাবিনাকে রেখে গেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।