জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রক্টর ও সাবেক ছাত্রলীগ নেতার পরিবারের চার সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য আবদুস সোবহানের পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছিলো রাজস্ব বোর্ড।
গতকাল রোববার (৩০ মার্চ) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের উপপরিচালক মোছা. ফাতেমা খাতুনের স্বাক্ষরিত এক চিঠিতে সাতদিনের মধ্যে তাদের ব্যাংকের যাবতীয় তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।
চিঠিতে মোট চারজনের ব্যাংক হিসাব তলবের কথা বলা হয়। তারা হলেন- সদ্য বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহান প্রশাসনের প্রক্টর মো. লুৎফর রহমান ও তার স্ত্রী মনিরা ইয়াসমিন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমএস এন্টারপ্রাইজের মালিক ইব্রাহীম হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। এর মধ্যে সর্বশেষ নিয়োগে আয়েশা একটি আবাসিক হলে আবাসিক শিক্ষিকা পদে নিয়োগপত্র পান।
এর আগে ২৪ মে এনবিআরের একই শাখা থেকে একটি চিঠিতে বিদায়ী উপাচার্য আবদুস সোবহান, তার স্ত্রী মনোয়ারা সোবহান, ছেলে মুশফিক সোবহান, মেয়ে সানজানা সোবহান ও জামাতা শাহেদ পারভেজের ব্যাংক হিসাব তলব করা হয়।
এর মধ্যে মেয়ে সানজানা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আর জামাতা শাহেদ পারভেজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রভাষক।
গতকাল ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়, প্রক্টর লুৎফর ও তার স্ত্রী মনিরা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম ও তার স্ত্রী আয়েশার একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের (ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান) নামে ব্যাংকে/প্রতিষ্ঠানে পরিচালিত/রক্ষিত যেকোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর, এসডিটি হিসাবসহ যে কোনো ধরনের বা নামের হিসাব), যেকোনো ধরনের বা মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংস ইন্সট্রমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম বা ডিপোজিট স্কিম বা অন্য যেকোনো ধরনের বা নামের হিসাব পরিচালিত বা রক্ষিত হয়ে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে পাঠাতে বলা হয়।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৩(এ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ তথ্য চাওয়া হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
এনবিআরের চিঠিতে ব্যাংকগুলোকে ২০১৪ সালের ১ জুলাই থেকে হালনাগাদ তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। তবে উল্লিখিত সময়ের আগেও যদি কোনো হিসাব থাকে, তাও সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিদায়ী উপাচার্যসহ তার পরিবারের পাঁচ সদস্যের ক্ষেত্রেও একইভাবে চিঠিতে বলা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।