আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আগামী ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে হামলা হতে পারে বলে আজ শুক্রবার খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
ওই দিন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আয়োজিত শোভাযাত্রায় মোদির বক্তব্য দেয়ার কথা রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে রামলীলা ময়দানে নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ প্রতিরক্ষা দল ও দিল্লি পুলিশকে সতর্ক করেছে। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, রামলীলা ময়দানে পাকিস্তান ভিত্তিক ‘সন্ত্রাসী’ সংগঠন জঈশ ই মোহাম্মদ হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে।
প্রসঙ্গত, ২২ ডিসেম্বর রামলীলা ময়দানে ভারতের মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিপুল জনসমাবেশ হতে পারে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


