অদম্য পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার আদর্শ উদাহরণ হচ্ছেন তিনি। সাধারণ এক বাস চালকের ঘরে জন্ম তার। কাজ শুরু করেছিলেন দৈনিক ৫০ রুপি পারিশ্রমিকের মাধ্যমে। এখন নিজেকে পরিচয় করেছেন অন্যতম জনপ্রিয় এক অভিনেতা হিসেবে।
ভারতের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে যশকে গণ্য করা। তার চমকজাগানো ক্যারিয়ার সবাইকে বিস্মিত করেছে। কেজিএফ সিনেমার পর তার ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যায়। এখন তিনি পুরো ভারতের তুমুল জনপ্রিয় একজন তারকা।
কেজিএফ সিনেমার পর অন্যান্য প্রযোজক সংস্থা ও সিনেমার পরিচালকরা তার সঙ্গে কাজ করতে ব্যাপক আগ্রহ দেখিয়ে থাকেন। এ সাফল্যের পিছনে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে তাকে। তার আসল নাম নবীনকুমার।
ছোটবেলা থেকে তার অভিনয়ের প্রতি বেশি ইচ্ছা ছিল। মধ্যবিত্ত পরিবারের ছেলের এ ধরনের চিন্তা ভাবনায় বাবা-মার আগ্রহ ছিল না। কিন্তু হাল ছাড়ার পাত্র না যশ। মাত্র 16 বছর বয়সে ব্যাঙ্গালুড়ে চলে আসেন তিনি।
একটি ছবির সরকারি পরিচালক হিসেবে তিনি কাজ শুরু করে। কিন্তু হঠাৎ করে এ কাজটি বন্ধ হয়ে যায়। নায়ক হিসেবে ২০০৮ সালে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। কেজিএফের পর আরো এক ডজনের বেশি সিনেমাতে তাকে দেখা যায়।
২০১৮ সালে কেজিএফ চ্যাপ্টার ওয়ান সিনেমাতে অভিনয় করে তিনি পুরো ভারতে আলোড়ন সৃষ্টি করেন। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি হয় ২০২২ সালে। পুরো ভারতে ইতিহাস সৃষ্টি করে তার সিনেমা। ১২০০ কোটি রুপির মত অর্থ আয় করতে সক্ষম হয়েছে সিনেমাটি।
জানা গেছে কেজিএফ চ্যাপ্টার দুই সিনেমার জন্য তিনি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। জস এখন তার পারিশ্রমিকের অংক অনেকটা বাড়িয়ে দিয়েছেন। রামায়ন সিনেমার জন্য এক লাফে ৪০০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন যশ।
রামায়ণ সিনেমাকে কেন্দ্র করে আগ্রহ বেড়েই চলেছে। প্রভু রাম চরিত্রে আসতে চলেছেন তারকা রণবীর কাপুর। দেবী সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। তবে রামায়ণ সিনেমার সবথেকে বড় তারকা হতে পারেন যশ। গুঞ্জন উঠেছে যে, এ সিনেমার জন্য 150 কোটি পারিশ্রমিক নিতে যাচ্ছেন যশ। রামায়ণ সিনেমাটি তিন পর্বে নির্মিত হতে চলেছে। সিনেমার প্রত্যেক পর্বের জন্য তিনি 50 কোটি রুপি করে পারিশ্রমিক নিতে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।