জুমবাংলা ডেস্ক: দেশের উত্তরাঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন’ উপহার দিয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন (ওফা)।
অত্যাধুনিক এই যন্ত্র উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহে সক্ষম। গুরুতর করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে এটি সহায়ক।
গত ২০ জুন রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালকে যন্ত্রটি প্রদান করে ওফা। ২১ জুন থেকে সেটি ব্যবহার শুরু হয়েছে।
করোনা মহামারীর শুরুর দিকে গত বছর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকেও একটি ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন’ উপহার দিয়েছিল ওফা।
মহামারীর শুরুর দিকে ওফা’র চট্টগ্রাম শাখা চট্টগ্রামের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্বত্য জেলার হাসপাতালগুলোর ডাক্তারদের জন্যে পিপিই, কে এন ৯৫ মডেলের মাস্ক উপহার হিসাবে সরবরাহ করে। ২০২০ সালের লকডাউনের সময় প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেয় ওফা চট্টগ্রাম শাখা। প্রতিজন পায় প্রায় ১০কজি চাল, ৩কেজি ডাল, তেল, পিঁয়াজ ইত্যাদি।
মহামারীর সময় আরও নানারকম সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির সেবা করে চলেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের এই সংগঠন। বিগত রমজানে চট্টগ্রাম শহরে প্রতিদিন প্রায় দুই শত অসহায় দরিদ্র মানুষকে ইফতারের আগে রান্না করা খাবারের প্যাকেট বিলি করেছে। প্রতি প্যাকেটে ছিল খিঁচুড়ি, মুরগীর মাংস ও বিশুদ্ধ পানি। ৩০দিনে প্রায় পাঁচ হাজার দরিদ্র মানুষ পেয়েছেন এই সেবা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।