আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর পার্সটুডে’র।
মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, রাশিয়া সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং দেশটির শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এরমধ্যে সের্গেই রোলদুগিন এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন।
হোয়াইট হাউস দাবি করছে, রোলদুগিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের একান্ত সহযোগী। তিনি পুতিনে সহায়-সম্পত্তি দেখভাল করে থাকেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে, রাশিয়ার রাজকীয় নৌযানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। এসমস্ত নৌযান রাশিয়ার ক্ষমতার কেন্দ্রের নেতাদেরকে সেবা দিয়ে থাকে। পাশাপাশি ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনকেও নিষেধাজ্ঞার আওতায় আনবে। এটি হচ্ছে রাশিয়ায় রাষ্ট্র-নিয়ন্ত্রিত একটি কোম্পানি যারা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে কাজ করে।
নিষেধাজ্ঞা আরোপের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনকে সমর্থন দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন ও তার মিত্রদের অর্থনৈতিক চাপের ফলে যাতে রাশিয়া জটিল অবস্থা ভালোভাবে অনুভব করতে পারে তা নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।