আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, প্রথমবারের মতো রাশিয়ার নতুন প্রজন্মের সুখই এসইউ-৫৭ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে তারা। রবিবার (৯ জুন) ইউক্রেনীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে। স্যাটেলাইটের ছবি প্রকাশ করে সংস্থাটি বলেছে, রাশিয়ার ঘাঁটিতে বিমানটিতে আঘাত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক টেলিগ্রাম পোস্টে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করলেও কীভাবে এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে বা ইউক্রেনীয় সেনাবাহিনীর কোন ইউনিট অভিযান পরিচালনা করেছে তা বলা হয়নি।
রাশিয়ার একজন জনপ্রিয় সামরিক ব্লগার ফাইটারবম্বার বলেছেন, এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাতের খবর সঠিক। একটি ড্রোন দিয়ে যুদ্ধবিমানটিতে আঘাত করা হয়েছে।
ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা বলেছে, যুদ্ধবিমানটি আখতুবিনস্ক বিমানঘাঁটিতে ছিল। রণক্ষেত্র থেকে তা ৫৮৯ কিলোমিটার দূরে।
টেলিগ্রামে সংস্থাটি ছবি প্রকাশ করে বলেছে, ৭ জুন যুদ্ধবিমানটি অক্ষত ছিল। কিন্তু ৮ জুন তাতে বিস্ফোরণের ক্ষত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।