আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়ার নিন্দা জানিয়ে ওই প্রস্তাবে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে ইউক্রেনের ‘পূর্ণাঙ্গ, ন্যায্য ও শান্তি’ আহ্বান জানিয়ে দেশটির স্বাধীনতা ও অখণ্ডতা পুনর্নিশ্চিত করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংহত করার পক্ষে অবদান রাখার কথা বলা হয়েছে। খবর আলজাজিরার।
প্রস্তাবের পক্ষে ১৪১টি দেশ ভোট দেয়। রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ভোট দেওয়া থেকে বিরত থাকে চীন, ভারত, বাংলাদেশসহ ৩২টি দেশ। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এই প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়েছেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার ঠিক এক বছর পর এই ভোট গ্রহণ হলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।