আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে সামরিক সরঞ্জামের চাহিদা বাড়ছে। ফলে সামগ্রিক সামরিক সরঞ্জামের উৎপাদনও বাড়ছে। সেন্ট পিটার্সবার্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির একটি কারখানায় শ্রমিকদের সাথে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।
তিনি আরও বলেন, ‘শেষ ফলাফল পাওয়ার পরিপ্রেক্ষিতে বিজয় নিশ্চিত, এর পিছনে বেশ কিছু জিনিস জড়িত এটি রাশিয়ান এবং বহুজাতিক রাশিয়ান জনগণের ঐক্য এবং সংহতি।’
তার ভাষ্যমতে, নিঃসন্দেহে রাশিয়ার এই বিজয় দেশটির যোদ্ধাদের সাহস, বীরত্ব এবং সাধারণ মানুষদের সামরিক কারখানাতে কাজের ফল।
২০২২ সালের ফেব্রুয়ারির ২৪ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৩২৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।