রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলো সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে গত দশদিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার এই আগ্রাসনকে ইউক্রেনে ‘বিনা উস্কানিতে’ হামলা বলে মন্তব্য করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুর। এজন্য মহাদেশ সমান রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুঁচকে সিঙ্গাপুর। খবর রয়টার্স’র।

ভিভিয়ান বালাকৃষ্ণান এবং ভ্লাদিমির পুতিন। (ছবিতে বাঁ থেকে)

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালানো পর থেকে রাশিয়ার উপর বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা আরোপ করছে। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে সিঙ্গাপুর।

রয়টার্সের প্রতিবেদন বলছে, রাশিয়ার সঙ্গে রপ্তানি নিয়ন্ত্রণ করবে সিঙ্গাপুর এবং রাশিয়ার কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে তারা। সেই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে কড়াকড়ি আরোপ করা হবে।

এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার ওপর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আনা হবে।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্য একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন করে রুশ সরকারের এই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না। সিঙ্গাপুরের মতো একটি ছোট রাষ্ট্রের জন্য, এটি একটি তাত্ত্বিক নীতি নয়, বরং একটি বিপজ্জনক নজির। এ কারণেই সিঙ্গাপুর রাশিয়ার বিনা উস্কানিতে হামলার তীব্র নিন্দা করেছে।’