রাশিয়ার বিষয়ে ভারতের ব্যাংকগুলোতে যে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের

ভারতের ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : চিঠি পাঠিয়ে ভারতের ব্যাংকগুলোকে সতর্ক করলো আমেরিকা। আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, ভারতের যে ব্যাংকগুলো রাশিয়ার সেনার সাথে ব্যবসা করে, তারা আমেরিকার থেকে আর কোনো আর্থিক সাহায্য পাবে না। তেমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

ভারতের ব্যাংক

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সহকারী অর্থ সচিব ওয়ালি আদেয়েমো ভারতে ওই চিঠি পাঠিয়েছেন।

‘ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনকে পাঠানো ওই চিঠিতে লেখা, ‘আমরা জানি যে রাশিয়ার সামরিক বাহিনী মেশিন টুলস এবং মাইক্রোইলেক্ট্রনিক্সের মতো সংবেদনশীল পণ্য আমদানি করে। লেনদেন সহজ করার জন্য ওই দেশের বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করে মস্কো।’

তবে, চিঠিতে ভারতের ব্যাংকগুলোর জন্য কোনো নির্দিষ্ট উদ্বেগের কথা বলা নেই বলেই সূত্রে জানানো হয়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই নয়াদিল্লি যাতে মস্কো থেকে নিজেকে দূরে রাখে, সে বিষয়ে তৈরি হওয়া বিভিন্ন চাপ প্রতিহত করার চেষ্টা করছে ভারত।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে অনেক জল্পনাও তৈরি হয়েছে।

তবে, এই সাক্ষাতের পর ভারত জানিয়েছে, রাশিয়ায় রফতানি বাড়ানো নিয়ে বিভিন্ন উপায় খোঁজার চেষ্টা চলছে। এর মধ্যেই ভারতের ব্যাংকগুলোতে বার্তা পাঠালো আমেরিকা।

আদেয়েমো জানান, গত বছরের ডিসেম্বরেই রাশিয়ার সেনার সাথে ব্যবসা করা বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকার জো বাইডেন সরকার।

পাশাপাশি, রাশিয়ার সামরিক শিল্প ঘাঁটির লেনদেনে কোন কোন বিদেশী ব্যাংকের মদত রয়েছে, তা-ও খুঁজে বের করার কাজ চলছে। তার পরেই এই চিঠি। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন।

তবে চিঠিতে আমেরিকার সহকারী অর্থ সচিব এ-ও জানিয়েছেন, ভারতের সাথে নিজেদের অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে আগ্রহী আমেরিকা।

তিনি জানান, গত এক দশকে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য ১১০ শতাংশেরও বেশি বেড়েছে এবং দুই দেশ একে অপরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারির মধ্যে রয়েছে।

পাশাপাশি আদেয়েমো এ-ও জানান, আমেরিকা এবং বন্ধু দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং সে দেশে রফতানিতে নিয়ন্ত্রণ এনে ‘আর্থিক এবং বৈষয়িক’ দিক থেকে বঞ্চিত রেখে, রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

আর সে কারণেই বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার সেনার সাথে ব্যবসা করা নিয়ে সাবধান করেছে আমেরিকা।

এ নিয়ে ৩০ দিনের মধ্যে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনকে নিজেদের প্রতিক্রিয়া জানানোর কথা বলেছেন আমেরিকার সহকারী অর্থ সচিব।

পাশাপাশি, ভারতী সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমেরিকার নির্দেশ এবং এর প্রভাব সম্পর্কে সচেতন করার জন্য তারা কী পদক্ষেপ করবে তা-ও জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে আদেয়েমো লিখেছেন, ‘যেসব বিদেশী আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার সামরিক শিল্প সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত থাকবে, তারা আর্থিক দিক থেকে আমেরিকার সাহায্য হারাতে পারে।’

২ মামলায় ব্যর্থ হয়েও থামেনি প্রবাসীর সাবেক স্ত্রীর হয়রানি

উল্লেখ্য, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন ছাড়াও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা ভারতীয় শিল্প সমিতিকে এই চিঠি পাঠানো হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা