আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমে অবসান হতে পারে। তবে কিইভকে শক্ত অবস্থানে থাকতে হবে। আর তাই তিনি যুদ্ধ শেষের একটি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দুই সম্ভাব্য উত্তরসূরির কাছে উপস্থাপন করবেন।
বুধবার কিইভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেইনের ৩ সপ্তাহ ধরে চলা অভিযান মূলত ওই পরিকল্পনারই অংশ। তবে এর বাইরে অর্থনৈতিক ও কূটনৈতিক ফ্রন্ট নিয়েও তার পরিকল্পনা আছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আগ্রাসন প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “এ পরিকল্পনার মূল পয়েন্ট হল-রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আর আমি খুব করে চাই যে, এটি ইউক্রেইনের জন্য ন্যায্য হোক।”
জেলেনস্কি তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি। তবে বলেছেন, তিনি তার এই পরিকল্পনা নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করবেন।
সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা আছে জানিয়ে জেলেনস্কি বলেন, তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন।
তার এ কথা থেকে এমন আভাসই মিলছে যে, তিনি পরবর্তী আন্তর্জাতিক শান্তি সম্মেলনের জন্য জাতিসংঘকে আলোচনার প্রধান সম্ভাব্য ফোরাম হিসাবে দেখছেন, যেখানে রাশিয়ার প্রতিনিধিরাও থাককু- সেটিই চায় ইউক্রেইন।
এর আগে, গত জুনে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম শান্তি সম্মেলনে ইউক্রেইন রাশিয়াকে বাদ দিয়েছিল। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দিলেও চীন কোনও প্রতিনিধি পাঠায়নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত ১৯ অগাস্ট বলেছেন, ইউক্রেইন গত ৬ অগাস্ট রাশিয়া সীমান্তবর্তী কুর্স্কে ঢুকে লড়াই শুরু করার পর শান্তি আলোচনার বিষয়টি প্রশ্নাতীত হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।