রাশিয়ার হামলায় ইউক্রেনের কয়েক ডজন সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনারা একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের একটি সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করে দিয়েছে। এতে ইউক্রেনের কয়েক ডজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর পার্সটুডে’র।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত রোববার নেপ্রপেত্রোভস্ক অঞ্চলের শিরোকায়া দাচা গ্রামে ওই হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক ইউনিটের কমান্ডাররা সেখানকার একটি কম্পাউন্ডে বৈঠকের জন্য মিলিত হয়েছিলেন।

বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় ১০টি এম৭৭৭ হাউইটজার কামান এবং ২০টি সাঁজোয়া যান ধ্বংস হয়। এসমস্ত কামান ও সাঁজোয়া যান সম্প্রতি ইউক্রেনকে সরবরাহ করা হয়েছিল যা একটি ফ্যাক্টরি বিল্ডিংয়ে ভেতরে রাখা ছিল।

এদিকে, ওইদিনই ইউক্রেন দাবি করেছে, তাদের হামলায় রাশিয়ার বেশ কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস হয়েছে। তবে এই দাবির সপক্ষে আলাদা কোনো সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায় নি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। ইউক্রেনকে নাজিবাদ থেকে মুক্ত করা এবং দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের লোকজনকে ইউক্রেনের সামরিক বাাহিনীর হত্যাকাণ্ড থেকে রক্ষার জন্য এই অভিযান চলছে বলে মস্কো দাবি করছে।