Advertisement
রাশিয়া থেকে কেনা ৫২,৫০০ টন গম বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ৭ জুলাই রাশিয়ার সঙ্গে করা নগদ ক্রয়চুক্তির আওতায় এসব গম কেনা হয়েছিল। জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বহির্নোঙ্গরে পৌঁছেছে। গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গমের মধ্যে ৩১,৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১,০০০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।