Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কুরিল দ্বীপে আজ রিকটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানায়।
ইউএসজিএস জানায়, জাপানের সাপোরো নগরী থেকে ১৪০০ কিলোমিটার (৮৫০ মাইল) দূরে ভূগর্ভের ৫৯ কিলোমিটার (৩৭ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ইউএস ন্যাশনাল সুনামি সেন্টার বলেছে,তারা ঝুঁকির মাত্রা নিরুপন করছে, ভূমিকম্পে এ অঞ্চলে ভয়ঙ্কর সুনামির আশঙ্কা রয়েছে।
সবচেয়ে উত্তরের চারটি দ্বীপ হাবোমি,সিকোতান,ইটোরুফু ও কুনাসহিরি নিয়ে কুরিল দ্বীপমালা। কুরিল নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর থেকে বিরোধ চলছে।
কুরিল জাপানের উত্তর সীমান্ত হিসেবেও পরিচিত। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।