আন্তর্জাতিক ডেস্ক : প্রাগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গল ও বুধবার দুইদিনের বৈঠকে বসেন। এবারের বৈঠকে তাদের আলোচনার প্রধান বিষয় ছিল রাশিয়ার নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া।
এটিতে সরাসরি আপত্তি জানিয়েছিল ফ্রান্স ও জার্মানি। এতে ইউনিয়নে তৈরি হয়েছিল বিভক্তি।
তবে আলোচনা শেষে রাশিয়ানদের ভিসা না দেওয়া বা ভিসা দেওয়া কঠিন করে দেওয়ার বিষয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছে দেশগুলো।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইইউর বিদেশী নীতি প্রধান জোসেপ বোরেল।
তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে ইইউ দেশগুলোতে রাশিয়ানদের ভিসা ইস্যু অত্যাধিক হারে কমে যাবে।
অবশ্য এ সিদ্ধান্ত নেওয়ার আগেই রাশিয়ানদের ভিসা দেওয়ার বিষয়টি কঠিন করে দিয়েছিল অনেক দেশ।
জোসেফ বোরেল জানিয়েছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। এখন ইউরোপিয়ান একটি কাউন্সিলে সদস্যভুক্ত সবগুলো দেশের সম্মতি দিতে হবে।
ইইউর এর বিদেশ নীতির প্রধান বোরেল বলেছেন, মধ্য জুলাই থেকে প্রতিবেশী দেশগুলোতে রাশিয়ানদের যাতায়াত অনেক বেড়ে গেছে। এ কারণে এসব দেশের নিরাপত্তা হুমকির মুখে পরেছে।
তিনি আরও বলেছেন, আমরা দেখেছি অনেক রাশিয়ান ভ্রমণ ও শপিং করার জন্য আসছে, যেন ইউক্রেনে কোনো যুদ্ধ হচ্ছে না। এটি সাধারণ বিষয় হতে পারে না।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।