জুমবাংলা ডেস্ক: নির্বাচন পর্যবেক্ষণের জন্য সম্প্রতি রাশিয়া ঘুরে এসে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাশিয়ার মতো ভালো ভোট এই মুহূর্তে বাংলাদেশে সম্ভব নয়। রাশিয়ায় ব্যালটে ভোট হলেও ভোটিং ব্যবস্থা বাংলাদেশের চেয়ে উন্নত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার ভোট নিয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করেন সিইসি। তিনি ১৬ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার ভোট পর্যবেক্ষণ করেন। ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন।
কে এম নূরুল হুদা বলেন, রাশিয়ার নির্বাচন ব্যবস্থা ভালো। আমাদের থেকে তাদের পার্থক্য হলো- সেখানে আমাদের মতো রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন বা দেয়ালে দেয়ালে পোস্টার নেই। নির্বাচন কেন্দ্রের বাইরে আমাদের এখানে প্রার্থী বা তার সমর্থকরা প্রচারণা চালান, রাশিয়ায় সেই সুযোগ নেই। সেটা করা হয় না। সেখানে নির্বাচন নিয়ে প্রচার-প্রচারণা মূলত অনলাইনভিত্তিক বেশি হয়। ডিজিটাল সিস্টেম অত্যন্ত উঁচুমানের। আমাদের দেশে কর্মীরা যেমন ঘরে ঘরে ভোটারদের কাছে যায়, অথবা লিফলেট দেয়- এই জাতীয় কালচার সেখানে দেখিনি, ওখানে নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।