আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রধান তিনটি টেলিভিশন কেন্দ্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং তারা রাশিয়ার সকল কোম্পানির মার্কিন প্রতিষ্ঠানের দেয়া পরামর্শ ও হিসেব সেবা গ্রহণের পথ বন্ধ করে দেবে। রোববার দেয়া হোয়াইট হাউসের এক বিবৃতিতে কথা বলা হয়। খবর এএফপি’র।
রাশিয়া জয়েন্ট স্টক কোম্পানি ‘চ্যানেল ওয়ান রাশিয়া, টেলিভিশন স্টেশন রাশিয়া-১ ও জয়েন্ট স্টক কোম্পানি এনটিভি ব্রডকাস্টিং কোম্পানি’র বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর ফলে এ সব সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের অর্থায়ন বা তাদের কাছে সরঞ্জামাদি বিক্রি নিষিদ্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘রাশিয়ার অপপ্রচার চালানোর কাজে নিয়োজিত এ সব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের কোন কোম্পানি অর্থায়ন করতে পারবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।