আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরে ইনহুলেটস নদীর একটি গুরুত্বপূর্ণ বাঁধে মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া। ওই হামলার দুই দিন পরে ইনহুলেটস নদীর পানি লাল হয়ে গেছে বলে শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।
অবশ্য রুশ হামলার পর নদীর পানি কেন রঙ পরিবর্তন করেছে তা স্পষ্ট নয়। ওই প্রতিবেদনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিও প্রকাশ করেছে গার্ডিয়ান। সেখানে নদীতে টকটকে লাল রঙের পানি প্রবাহিত হতে দেখা গেছে।
নদীর বাঁধ ভেঙে তীর উপচে লোকালয়ে ঢুকে পড়ছে পানি। সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ক্রাইভি রিহর সামরিক প্রশাসনের প্রধান আলেক্সান্ডার ভিলকুল সতর্ক করে বলেছেন, এরই মধ্যে দুটি জেলার ২২টি রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে। প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে।
Water in the Inhulets river turned red after Russian missiles damaged the dam near Kryvyi Rih
📷https://t.co/breeHLjGFH pic.twitter.com/1l7jMM1QTq
— Euromaidan Press (@EuromaidanPress) September 16, 2022
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শৈশবের এ শহরটিতে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের বসতি। বুধবার পরপর ৮ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশবাহিনী।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পানি ব্যবস্থাপনার সঙ্গে কোনো সামরিক যোগসূত্র নেই।
অবশ্য শহরের পানি সরবরাহ স্থিতিশীল করা হয়েছে বলে শুক্রবার টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন আলেক্সান্ডার ভিলকুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।