Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেন বৃহস্পতিবার জানিয়েছে, তারা রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। তারা জানায়, ক্ষতিকর কর্মকান্ডের একটি নমুনার বিষয়ে দেশের গভীর উদ্বেগ জানাতে তাকে ডেকে পাঠানো হয়। খবর এএফপি’র।
ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানায়, এসব ক্ষতিকর কর্মকান্ডের মধ্যে রয়েছে ‘সাইবার অনধিকারপ্রবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ইউক্রেন সীমান্তের কাছে সামরিক বাহিনী গড়ে তোলা ও অবৈধভাবে ক্রিমিয়া দখল করে নেয়া।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।