আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া তাদের ছিট মহল কালিনিনগ্রাদে লিথুয়ানিয়ার ওপর তৈরি করা রেল লাইন দিয়ে পণ্য পরিবহণ করে থাকে। কালিনিনগ্রাদ ছিটমহলটিতে যেতে হয় লিথুয়ানিয়ার ওপর দিয়ে।
কিন্তু গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞার কথা বলে কালিনিনগ্রাদে পণ্য পরিবহণ বন্ধ করে দেয় লিথুয়ানিয়া।
তারা এমন ব্যবস্থা নেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, এর জবাবে পাল্টা কঠোর ব্যবস্থা নেবে তারা। কালিনিনগ্রাদে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার বিষয়টি ওঠিয়ে দিতে হুমকি-ধামকি দিতে থাকে রাশিয়া।
অবশেষে বুধবার রাশিয়ার হুমকির পর নতি স্বীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, কালিনিনগ্রাদে রেল পথ ব্যবহার করে রাশিয়ার পণ্য পাঠাতে কোনো সমস্যা নেই। ইউরোপীয় ইউনিয়ন শুধু সড়ক পথে নিষেধাজ্ঞা দিয়েছে।
তবে বিষয়টিকে ইউরোপীয় ইউনিয়নের পরাজয় হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কারণ ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী রেল,সড়ক সব দিক দিয়েই রাশিয়ার পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছিল লিথুয়ানিয়া।
ইউরোপীয় ইউনিয়ন এখন বলছে, রাশিয়া লিথুয়ানিয়ার সড়ক পথ ব্যবহার করতে পারবে না। আর রেলপথে শুধুমাত্র অস্ত্র পরিবহণ করতে পারবে না।
এদিকে এর আগে লিথুয়ানিয়া রাশিয়ার পাথর, কাঠ, অ্যালকোহল, কয়লা, লোহা, নির্মাণ সামগ্রী এবং উন্নত যন্ত্রাংশ পরিবহণে বাধা দিয়েছিল। এখন রেল পথ ব্যবহার করে রাশিয়া নিজেদের ছিটমহল কালিনিনগ্রাদে সবই পরিবহণ করতে পারবে।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।