Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে কেন্দ্রীয় নিরাপত্তা সেবা-এফএসবির সদর দপ্তরে হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৫ জন।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, এফএসবির লবিতে প্রথমে অ্যাসল্ট রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন এক হামলাকারী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ কর্মকর্তা। অবশ্য, অসমর্থিত সূত্র বলছে, এক এফএসবি কর্মকর্তা নিহত হন।
এক হামলাকারী দৌঁড়ে পালালেও, পুলিশের পাল্টা গুলিতে মারা যায় ২ হামলাকারী।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।