Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ হাজার ৪২৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫২ হাজার ৭৯৭ জন। দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানায়।
দেশটিতে ২৪ ঘন্টায় মারা গেছে ১৬৭ জন, এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৭ জন। এ সময় করোনামুক্ত হয়েছে ৮ হাজার ৪৪৩ জন এবং মোট করোনামুক্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৬৯২ জন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত মস্কোতে ২৪ ঘন্টায় নতুন ৫৩১ জন আক্রান্ত হয়েছে, এ নিয়ে মস্কোতে মোট আক্রান্ত ২ লাখ ৭৩ হাজার ২৬৭ জন।
রাশিয়ায় ২ কোটি ৪০ লাখ লোকের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।