বিনোদন ডেস্ক : হলিউডের স্টুডিওগুলো রাশিয়ায় চলচ্চিত্রের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেশী দেশ ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। তার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সিএনবিসি।
হলিউডের প্রথম বড় মাপের স্টুডিও হিসেবে দ্য ওয়াল্ট ডিজনি সোমবার এমন সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দেয়। এর ফলে ‘টার্নিং রেড’সহ ডিজনি আপাতত কোনো ছবি রাশিয়ায় মুক্তি দেবে না। ওয়ার্নার ব্রস. এবং সনিও একই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার এক বিবৃতিতে ডিজনি জানিয়েছে, পরিস্থিতি বুঝে আমরা ভবিষ্যতে ব্যবসা সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেবো। ইউক্রেন সংকটে শরণার্থীদের সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে ডিজনি।
ওয়ার্নার ব্রস. জানিয়েছে, ‘ব্যাটম্যান’ রাশিয়ায় মুক্তি পাবে না। সনি বলেছে, তারাও আপাতত কোনো ছবি রাশিয়ায় মুক্তি দেবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।