আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উরাল পবর্তমালা এলাকায় একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় চলাফেরায় অক্ষম ১১ বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে বাশকোর্তোস্তান অঞ্চলের ইশবুলদিনা গ্রামের ওই বৃদ্ধনিবাসে আগুন লাগে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্সের
কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পর চলাফেরায় অক্ষম ওই বৃদ্ধরা ভিতরে আটকা পড়েন। তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হলেও তাদেরকে বাঁচানো যায়নি।
এক বিবৃতিতে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, দমকল কর্মীরা আসার আগেই চার ব্যক্তি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জেলা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঘটনাস্থল থেকে বের হওয়া একজন বৃদ্ধনিবাসটির কর্মী, অন্য তিন জন সেখানকার বাসিন্দা। ওই তিন জনকে এক তলা ওই কাঠের বাড়িটি থেকে বের করে আনতে সক্ষম হন ওই নারী কর্মী।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আরও জানিয়েছে, যে ১১ জন মারা গেছেন তারাও এখানকার বাসিন্দা। তবে চলাফেরা করতে অক্ষম হওয়ায় তারা বের হতে পারেননি। রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।