
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরের কাছে এই ঘটনা ঘটে। খবর এএফপি’র।
সামরিক প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সামরিক বাহিনীর একজন মুখপাত্রের বরাতে স্থানীয় অনলাইন গণমাধ্যম ফনটানকা জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এমআই-৮ মডেলের ওই হেলিকপ্টারটি রাশিয়ান ন্যাশনাল গার্ড বাহিনীর। সামরিক প্রশিক্ষণের জন্য ৩ জনকে নিয়ে সেটি উড্ডয়ন করেছিল।
তবে বিধ্বস্ত হওয়ার পর তাদের সবাই নিহত হন। উড্ডয়নের একপর্যায়ে হেলিকপ্টারটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্যাথিনা এলাকায় বিধ্বস্ত হয় বলেও সূত্রটি জানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।