আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নতুন করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। গতকাল (সোমবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। এরদাগান বলেছেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে। খবর পার্সটুডে’র।
গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে যায়। তার আগে দু দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সম্ভাব্য নতুন দফা আলোচনার বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, নীতিগতভাবে দুই পক্ষ সম্মতি দিলে ইস্তাম্বুলে আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। এতে জাতিসংঘ প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
এরদোগান বলেছেন, যুদ্ধের নেতিবাচক প্রভাব কমাতে পদক্ষেপ নেয়া জরুরি। এছাড়া, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে দু দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আস্থা সৃষ্টি করা দরকার।
তুর্কি প্রস্তাবের বিষয়ে মস্কো এখনো কোনো মন্তব্য করে নি। পুতিন ও এরদোগানের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন থেকে যে বিবৃতি প্রকাশ রা হয়েছে তাতে এই শান্তি আলোচনার বিষয়টি উল্লেখই করা হয় নি। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন প্রসঙ্গে এরদোগান ও পুতিন যে আলোচনা করেছেন তাতে কৃষ্ণসাগর ও আযভ সাগরের নিরাপত্তা এবং সেখান থেকে মাইন পরিষ্কার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।