
আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশ এবং এর পশ্চিমা প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ন্যাটোর নিবিড় পর্যবেক্ষণের মধ্যে শুক্রবার ইইউ’র সীমান্তে রাশিয়া ও বেলারুশ সপ্তাহব্যাপী ব্যাপক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উভয় দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে জাপাদ-২০২১ নামের এ সামরিক মহড়া বেলারুশ, রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বাল্টিক সাগরে এক সপ্তাহ ধরে চলবে।
মস্কো জানায়, ২ লাখ সেনা সদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া তার বেলারুশ মিত্র আলেকজান্ডার লুকাশেনকো বলেন, তারা প্রতিরক্ষা ব্যবস্থাসহ তাদের সাবেক সোভিয়েত দেশগুলোর বন্ধন গভীর করার ব্যাপারে সম্মত হওয়ার এক দিন পর এ সামরিক মহড়া শুরু করা হলো।
বেলারুশের পশ্চিমা প্রতিবেশী দেশগুলো এ সামরিক মহড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের অন্ত:প্রবাহের পর পোল্যান্ড বেলারুশের সাথে তাদের সীমান্ত বরাবর নজিরবিহীন জরুরি অবস্থা ঘোষণা করেছে। অভিবাসন প্রত্যাশীদের এ অন্ত:প্রবাহের জন্য ওয়ারসও মিনস্ক সরকারকে দায়ী করে।
এ সামরিক মহড়া উপলক্ষে মস্কোতে আলোচনা করার সময় পুতিন ও লুকাশেনকো বলেন, তারা তাদের সামরিক বন্ধন শক্তিশালী করবেন।
রাশিয়ার এই নেতা বলেন, এ সামরিক মহড়া সরাসরি কোন দেশের বিরুদ্ধে না হলেও ন্যাটোর মতো অন্যান্য ইউনিয়ন রাশিয়া ও বেলারুশ সীমান্তে তাদের সামরিক উপস্থিতি সক্রিয়ভাবে জোরদার করার প্রেক্ষাপটে এমনটা করা যৌক্তিক।
লুকাশেনকো বলেন, রাশিয়া ও বেলারুশ ‘এমন কিছুই করছে না যা আমাদের প্রতিপক্ষরা করেনি।’
২০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পুতিন এবং প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা লুকাশেনকো বৃহস্পতিবার তাদের সম্পর্ক গভীরতর করার ক্ষেত্রে বিভিন্ন চুক্তির ব্যাপ্তি ঘোষণা করেন।
এ সময় এ দুই নেতা বলেন, তারা একটি একক আর্থিক নীতি তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।
আলোচনার পর পুতিন বলেন, তারা একক প্রতিরক্ষা ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।