জুমবাংলা ডেস্ক: সাড়ে আট মাস পর রাশিয়া থেকে গম আমদানি শুরু হয়েছে। রাশিয়া থেকে ৫২ হাজার ৮৪৫ টন গম নিয়ে এমভি সীলাক-২ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমদানি করা এই গমের খালাস কাজ শুরু হয়েছে।
রাশিয়ার কাছ থেকে সরকার যে পাঁচ লাখ টন গম কিনছে, এটি তার প্রথম চালান। সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ১ সেপ্টেম্বর রাশিয়ার কাছ থেকে পাঁচ লাখ টন গম কেনার অনুমোদন দেয়। সরকারি পর্যায়ে জিটুজি চুক্তির ভিত্তিতে খাদ্য অধিদফতর এই গম কেনার চুক্তি করে।
কাস্টমস জানায়, রাশিয়া থেকে আসা প্রথম চালানের গমের বন্দর পর্যন্ত আমদানিমূল্য পড়েছে টনপ্রতি ৪৩০ ডলার। এই গম রফতানি করেছে রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান এলএলসি ওজেডকে ট্রেডিং।
চট্টগ্রাম বন্দর ও শিপিং এজেন্ট জানায়, রাশিয়ার নভেরোসিসক বন্দর থেকে ১৭ সেপ্টেম্বর জাহাজটি রওনা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জাহাজটি বন্দরের জলসীমায় পৌঁছে। জাহাজটি থেকে ৩১ হাজার ৭০৭ টন গম খালাস হবে চট্টগ্রাম বন্দরে। বাকি ২১ হাজার ১৩৮ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. আবদুল কাদের জানান, কুতুবদিয়ায় অবস্থানরত জাহাজটি থেকে বৃহস্পতিবার ছোট জাহাজে করে খালাস শুরু হয়েছে। রাশিয়া থেকে বাকি সাড়ে চার লাখ টনের চালান ডিসেম্বরে দেশে পৌঁছানোর কথা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে সবচেয়ে বেশি গম আমদানি হতো রাশিয়া থেকে। ২০২০-২১ অর্থবছরে দেশটি থেকে মোট আমদানির ২৭ শতাংশ আনা হয়।
সুস্বাদু ও আঠাবিহীন ভিয়েতনামি কাঁঠাল চাষে আড়াই বছরেই মিলছে ফলন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।