দক্ষিণি সিনেমা নিয়ে যেকোনো সময়ের চেয়ে এখন বিশ্বব্যপী আগ্রহ বেড়েছে। তেলেগু, তামিল আর মালায়লম সিনেমার অভিনেত্রীরা এখন জনপ্রিয় খুব। ২০১৩ সালে অভিষেকের পর তেলেগু সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়ে তোলা রাশি খান্না নজর কেড়ে চলেছেন তাঁর অভিনয়শৈলী আর ফ্যাশন সেন্স দিয়ে।
সুন্দরী এই তেলেগু তারকা সাজপোশাকে অত্যন্ত আকর্ষণীয়। চলুন তবে তাঁর ইন্সটাগ্রাম ঘুরে নজরকাড়া সব লুক দেখে নিই। উজ্জ্বল সবুজ লেহেঙ্গায় সোনালি কারুকাজ করা। সঙ্গে বড় চাঁদবালি পরেছেন রাশি খান্না। নজরকাড়া ডিজাইনের সাদা ব্রালেটের বসলেডি লুকে রাশি।
সাদা ব্রালেট, জ্যাকেট আর প্যান্টের স্নিগ্ধ লুকে রাশি। স্টেটমেন্ট ব্লাউজে ডিপনেক আর স্লিভলেস ডিজাইন। ম্যাচিং কারুকাজ করা এতে কালো শাড়ির সঙ্গে। আকর্ষণীয় চোলির ডিজাইনে বেগুনি লেহেঙ্গায় নজর কাড়ছেন এই সুন্দরী অভিনেত্রী।
এখানে তেলেগু তারকাকে দেখা যাছে থাই স্লিট কালো গাউনে। ব্যাকলেস ডিজাইনের সঙ্গে হুড রয়েছে এই কালো গাউনে। সঙ্গে অ্যান্টিক ফিনিশের জুয়েলারি পরেছেন রাশি। এখানে ওয়েট লুকের সঙ্গে রাশি বেছে নিয়েছেন কালো সিকুইনের কাট আউট গাউন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।